• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১১:২১:৪০ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১১:২১:৪০ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

৯ জুলাই ২০২৪ বিকাল ০৩:১৯:৪৩

নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন নবাগত পুলিশ সুপার মো. মোকবুল হোসেন। জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৯ জুলাই মঙ্গলবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলার নবাগত পুলিশ সুপার মো. মোকবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সিনিয়র সহ সভাপতি হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, প্রেসক্লাবের সম্পাদক নুর আলম, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন- বর্তমানে গরু চুরি, মোটরসাইকেল চুরি, মাদক, জাল দলিলে জমি ক্রয় বিক্রয়, কিশোর গ্যাং, আত্মহত্যা, ট্রলির বিচরণ, থাই গেমস জেলার প্রত্যেকটি উপজেলা গ্রাস করেছে। এ বিষয় গুলির দিকে লক্ষ্য রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ আমিনুল ইসলাম, ট্র্যাফিক ইন্সপেক্টর জ্যোর্তিময় রায়, সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানভীরুল ইসলামসহ অনেকে।

পুলিশ সুপার মো. মোকবুল হোসেন বলেন, আপনারা আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মিথ্যে তথ্য দিয়ে কোনো নিরপরাধ মানুষ অপরাধী সাজানো যাবে না। মাদকের বিরুদ্ধে আমি কোনো ধরনের ছাড় দিতে রাজি না। আর আপনারাও মাদক সেবন, ব্যবসায়ীর পক্ষে কোনো তদবির করতে আসবেন না।

পুলিশ সুপার আরও বলেন, এলাকায় জুয়া বন্ধ হবে। কারণ জুয়া একটি পরিবারকে সর্বস্বান্ত করে দেয়। এক কথায় কোনো অপরাধ কাউকে করতে দেওয়া হবে না। কেউ যদি অপরাধ করে তার শাস্তি তাকে পেতে হবে। আমি এ জেলায় নতুন এসেছি আপনারা আমাকে সহযোগিতার প্রত্যাশা কামনা করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেহেরপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:৫০




ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১১:০৬