• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫১:২৬ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫১:২৬ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ক্ষেতলালে বসন্ত উৎসবে পুলিশ-সাংবাদিকের মিলন মেলা

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৫২:২৪

ক্ষেতলালে বসন্ত উৎসবে পুলিশ-সাংবাদিকের মিলন মেলা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে বসন্ত উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। থানা পুলিশের আমন্ত্রণে ওই বসন্ত উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন উপজেলার ৩০-৪০ জন সংবাদকর্মী। এতে অনুষ্ঠানটি পুলিশ ও সাংবাদিকদের এক মিলন মেলায় রূপ নিয়েছিল।

১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার আছরাঙ্গা দিঘীতে থানা পুলিশের আয়োজনে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বসন্ত উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় গান গেয়ে শোনান পুলিশ ও সাংবাদিকরা।

এস এম শওতের সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্ষেতলাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি আখতারুজ্জামান তালুকদার এবং সাংবাদিক ও জয়পুরহাট পল্লীবিদ্যুৎ সমিতির ক্ষেতলাল উপজেলার এলাক পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী রকেট।

সভাপতির বক্তব্যে ওসি আনোয়ার হোসেন বলেন, ‘সাংবাদিকদের সার্বিক সহযোগিতার কারণে আমি এ উপজেলার আইনশৃঙ্খলার পরিবেশ ভালো রাখতে পেরেছি। তথ্য ও নিউজের মাধ্যমে এই ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানাচ্ছি।’

এ সময় উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ