• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০২:১৭:২৩ (14-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০২:১৭:২৩ (14-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

৯ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:২২:৩৯

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

সিলেট প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর ও আলোচিত হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

৯ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার আঐর এলাকার মো. খোরশেদ আলীর ছেলে মো. কাছম আলী (৫৫), মো. ডাক্তার আলীর ছেলে মো. রিয়াদ মিয়া (২০) ও মো. কাছম আলীর ছেলে মো. জামান মিয়া (২৭)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ৩ নভেম্বর শুক্রবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে ভিকটিমের চাচাতো ভাই বাক প্রতিবন্ধী মো. আব্দুল্লাহর সাথে বিবাদী পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে গত ৪ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় বিবাদীরা ভিকটিমকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন তিতাস পেট্রোল পাম্পের পূর্ব-দক্ষিণে জনৈক স্বপন বাবুর পাইপ ফ্যাক্টরির ভিতরে একা পেয়ে এলোপাথাড়ি মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে, স্থানীয় লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় গত ৫ নভেম্বর রাতে একটি হত্যা মামলা দায়ের করে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি গণমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি অভিযানিক দল ৯ জানুয়ারি রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সোহাগপুর এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. কাছম আলীসহ ৩ জনকে গ্রেফতার করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার আসামিদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭