• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৫০:০০ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৫০:০০ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গুইমারায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা

১ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৫৫:০০

গুইমারায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় অবৈধভাবে গড়ে ওঠা ৫টি ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় কাঠ পোড়ানোর অপরাধে ৪টি ইট ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা ও ভাটায় ব্যবহৃত কাঠ জব্দ করা হয়েছে।

৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দুপর পর্যন্ত উপজেলার আমতলীপাড়া এলাকার মেসার্স তারা ইটভাটার মালিক সেলু মারমা, এসবি ইটভাটার মালিক শহিদউল্ল্যাহ, ফোর স্টার ইটভাটার মালিক মশিউর রহমান তারেক, বাইল্যাছড়ি এলাকার মদিনা ইটভাটার মালিক মশিউর রহমান তারেক ও সিন্দুকছড়ি এলাকার এমএসবি ইট ভাটার মালিক মংগ্রী মারমার ভাটায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।

সিন্দুকছড়ির এমএসবি ইটভাটায় অবৈধভাবে কাঠ ব্যবহার না করায় তাকে জরিমানা করা হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, গুইমারা উপজেলার ৫টি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। ৪টি ইটভাটার প্রতিটিকে অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে ৫০ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে ৪টি ইটভাটার জব্দ করা জ্বালানি কাঠ রেঞ্জ অফিসার ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নিলামের মাধ্যমে বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, গুইমারা উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ
১০ মে ২০২৪ সকাল ০৮:১৪:১০