• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০৩:২৮:০৯ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০৩:২৮:০৯ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কটিয়াদী পৌর বিএনপি নেতা শাজাহান আটক

২৭ অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৪৫:২৭

কটিয়াদী পৌর বিএনপি নেতা শাজাহান আটক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক শাজাহান (৪৫)-কে আটক করেছে পুলিশ। ২৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে পাকুন্দিয়া থানা ও কটিয়াদী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক শাজাহান কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকী গ্রামের মৃত শাহেদ আলী ওরফে হিরো মেম্বারের ছেলে।

পরে তাকে পাকুন্দিয়া থানার ২০১৭ সালের ভাংচুর ও নাশকতার মামলা আসামী দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদাত হোসেন জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাকুন্দিয়া থানায় ভাংচুর ও নাশকতার মামলার আসামি এমদাদুল হক শাজাহানকে আটক করা হয়েছে।

এদিকে এমদাদুল হক শাজাহানকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে দাবি করে কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এভাবে গ্রেফতার, জেল-জুলুম ও নির্যাতন করে বিএনপির আন্দোলনকে থামানো যাবে না বরং আন্দোলনকে আরও বেগবান করবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩