• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০২:৫৮ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০২:৫৮ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

খেলা

হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন ১২৭

১১ জুলাই ২০২৩ বিকাল ০৫:৩৬:০২

হোয়াইটওয়াশ এড়াতে টাইগারদের প্রয়োজন ১২৭

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশি ব্যাটারদের করতে হবে ১২৭ রান। ইতোমধ্যে প্রথম ২ ম্যাচ জয়লাভ করে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানরা।

এর আগে, ১১ জুলাই মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আফগান দল। ৪২ ওভার ২ বল খেলে সব উইকেট হারিয়ে ১২৬ রান করে হাশমতউল্লাহ শহীদির দল। এর মধ্যে আজমতউল্লাহ ওমরজাই সর্বোচ্চ ৫৬ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে শরীফুল ইসলাম ৪টি, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি এবং সাকিব আল হাসানও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট পান।

আজকের একাদশে আনা হয়েছিলো ৩টি পরিবর্তন। এবাদত হোসেন, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

আগেই সিরিজ জিতে যাওয়া আফগানিস্তান বিশ্রামে রেখেছে রশিদ খানকে। এর আগে একমাত্র টেস্টেও ছিলেন না রশিদ। এ ছাড়া প্রথম ২ ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাদের জায়গায় দলে এসেছেন আব্দুল রহমান ও জিয়া আকবর। ডানহাতি পেসার রহমান ও বাঁহাতি স্পিনার জিয়া, দুজনেরই অভিষেক হয়েছে আজ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


খোকসায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
২৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩২:৩১

হিটস্ট্রোকে দেড় বছরের শিশুর মৃত্যু
২৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২২:০২


চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২
২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:৪৯:৫৪



ক্ষেতলালে বাড়ছে চিনা বাদামের চাষ
২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৬:২১