• ঢাকা
  • |
  • শনিবার ১লা অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:০৭:০০ (15-Nov-2025)
  • - ৩৩° সে:

ডিএলএস পদ্ধতিতে আফগানদের কাছে হারল বাংলাদেশ

৬ জুলাই ২০২৩ সকাল ১০:৫৫:৫৭

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে গেছে স্বাগতিক বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে টাইগারদের ১৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা।

Ad

৫ জুলাই বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ইনিংসে খেলা চলাকালে বৃষ্টির বাধায় দুবার খেলা বন্ধ ছিল। তবে এক তাওহীদ হৃদয়ের ফিফটি ছাড়া বাকি সবাই ধুঁকতে থাকায় ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করতে পারে বাংলাদেশ।

Ad
Ad

এরপর ডিএলএস পদ্ধতিতে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ১৬৪। তবে ২১.৪ ওভারে ২ উইকেটে ৮৩ রান করার পর বৃষ্টির বাগড়ায় আর বল মাঠে গড়ায়নি। আফগানদের ইনিংসে ম্যাচের তৃতীয়বারের মতো বন্ধ হওয়ার পর ফের খেলা চালুর আভাস মিলেছিল। বৃষ্টি থামায় চলছিল মাঠ শুকানোর কাজ।

আফগানিস্তানকে ২৯ ওভারে ১১১ রানের পরিবর্তিত লক্ষ্যও দেওয়া হয়েছিল। ফলে আফগানদের জয়ের জন্য ৪৪ বলে ২৮ রান করতে হত। কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে আবারও বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু হওয়ার পরিস্থিতি না থাকায় ডিএলএস পদ্ধতিতে আফগানদের জয়ী ঘোষণা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
ফরিদপুরে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ৪
১৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:১৭



সংবাদ ছবি
শ্রীপুরে পৃথক স্থান থেকে ২জনের মরদেহ উদ্ধার
১৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:০২


Follow Us