• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে কার্তিক ১৪৩২ দুপুর ০২:০২:০৫ (13-Nov-2025)
  • - ৩৩° সে:

ইজরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত ৩২ হাজার ছাড়াল, আহত ৭৫ হাজার

২৮ মার্চ ২০২৪ সকাল ১১:২৩:২৯

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৪৯০ জনে। এ সময়ে হামলায় আহত হয়েছেন অন্তত ৭৪ হাজার ৮৮৯ জন।

Ad

২৭ মার্চ বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য দেয় স্থানীয় বার্তা সংস্থা আনাদোলু। সংস্থাটি বলছে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও ১০২ জন।

Ad
Ad

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের মারাত্মক আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩২ হাজার ৪৯০ জন পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’ এছাড়া নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ।

‘দ্য অ্যানাটমি অব আ জেনোসাইড’ নামের একটি প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ র‌্যাপোটিয়ার ফ্রান্সেসকা আলবানিজ তুলে ধরে বলেন-

‘মানবতার সবচেয়ে খারাপ অবস্থার বিষয়ে প্রতিবেদন তৈরি করা এবং প্রাপ্ত ফলাফলগুলো উপস্থাপন করা আমার দায়িত্ব। গাজায় একটি গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অপরাধের সীমা পূরণ হয়েছে বলে আমি দেখতে পেয়েছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
বদলগাছীতে পানিফল চাষে সফল শফিকুল
১৩ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৯:০৬






Follow Us