স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১ জনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।


অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিনও উপস্থিত ছিলেন।
অভিযানের সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো. শিমুল মিয়াকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available