• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩২:১৪ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩২:১৪ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

৩০ অক্টোবর ২০২৪ সকাল ১০:২৭:৫৭

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে নদীতে মাছ শিকার, বিক্রি ও পরিবহনের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ৫ জেলেকে আটক করা হয়।

২৯ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী উপজেলার খাষকাউলিয়া, বাঘুটিয়া, ঘোড়জান, স্থলচর, সদিয়াচাদপুর ও উমারপুর ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। মা ইলিশ সংরক্ষণ ট্রাস্কফোর্স কমিটির উদ্যোগে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি, চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল ইসলাম প্রমুখ। অভিযানে প্রায় ৫ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দ মাছ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় এবং জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৬টা সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ৫ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার উমারপুর ইউনিয়নের ব্রিদাশুরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (২৮), নুর মোহাম্মদ (৩০), মো. কুরমান আলী (৩৫), সাদিয়াচাঁদপুর ইউনিয়নের ব্রাম্মণগ্রামের আব্দুল মালেকের ছেলে আমিরুল ইসলাম (৩৮) ও লাঙ্গলমুরা গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. কুদ্দুস মিয়া (৩০)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩