• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:৫৩:১৯ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:৫৩:১৯ (01-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের সেফহোমে গৃহকর্মীদের ধর্ষণ, উপসচিব চাকরিচ্যুত

৭ জুলাই ২০২৩ সকাল ০৮:৪১:১১

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের সেফহোমে গৃহকর্মীদের ধর্ষণ, উপসচিব চাকরিচ্যুত

কূটনৈতিক প্রতিবেদক: সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেইফহোমে আশ্রিত গৃহকর্মীদের যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপসচিব মো. মেহেদী হাসানকে বরখাস্ত করা হয়েছে। এর আগে, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো।

৬ জুলাই বৃহস্পতিবার তাকে বরখাস্ত করার একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনটিতে বলা হয়, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সাবেক কাউন্সিলর এবং বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব, সাময়িক বরখাস্তকৃত) মো. মেহেদী হাসানের বিরুদ্ধে দূতাবাসের সেইফহোমে আশ্রিত কয়েকজন প্রবাসী গৃহকর্মীকে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট দূতাবাস থেকে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাকে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং থেকে প্রত্যাহারের আদেশ জারি করে। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরবর্তী সময়ে মেহেদী হাসানকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। এরপর অভিযুক্ত কর্মকর্তা লিখিতভাবে কারণ দর্শানোর জবাব দিয়ে ব্যক্তিগত শুনানির প্রার্থনা করেন। কিন্তু ব্যক্তিগত শুনানিতে মেহেদী হাসানের বক্তব্য সন্তোষজনক বিবেচিত না হওয়ায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করার জন্য কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তে মেহেদী হাসানের বিরুদ্ধে দূতাবাসের সেইফহোমে আশ্রিত কয়েকজন প্রবাসী গৃহকর্মীকে বিভিন্নভাবে হেনস্তা, যৌন নির্যাতন এবং ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হয়।


পরে অভিযুক্ত কর্মকর্তা চলতি বছরের ৫ ফেব্রুয়ারি লিখিতভাবে দ্বিতীয় কারণ দর্শানোর জবাব দেন। কিন্তু সেটিও সন্তোষজনক হয়নি। এ কারনে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩) (ঘ) বিধি অনুযায়ী ‘চাকরি থেকে বরখাস্ত’ করা হয়।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১