স্পোর্টস ডেস্ক: ফেসবুকে গত ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে শোয়েব আখতার জানিয়েছিলেন, ঢাকা আসছেন তিনি। চলে এল সেই দিন। ১৪ ডিসেম্বর রোববার ভোরে ঢাকায় পা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা।

শোয়েব ঢাকা এসেছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে। বিপিএল শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। এবার এসেছেন দুই দিনের জন্য। বিপিএল শুরুর পর আবারও আসবেন তিনি।


পাকিস্তানি এই তারকার আসার খবর জানিয়ে ক্যাপিটালসের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলতে এই ফ্র্যাঞ্চাইজির এগিয়ে যাওয়ার পথে তার (শোয়েব) যোগ দেওয়া উল্লেখযোগ্য একটি পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শোয়েব আখতারের বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব।’
পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব। পরিসংখ্যান একদম উচ্চমানের না হলেও গতি দিয়ে বিশ্বে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। ক্রিকেট ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে গতিময় বলটি তারই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available