• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৪২ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৪২ (20-May-2024)
  • - ৩৩° সে:

পাটুরিয়ায় যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার মধ্যে আটকে থাকা একটি ফেরি মালবাহী এক নৌযানের ধাক্কায় যানবাহন নিয়ে পদ্মায় ডুবে গেছে। এ সময় সকলকে উদ্ধার করা হয়েছে, শুধু ফেরি চালকের সহকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানায় ফায়ার সার্ভিস।১৭ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যায়। এ সময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে বিআইডব্লিউটিসির ফেরি রজনীগন্ধা-৭ ডুবে যাওয়ার খবর পান তারা। এরপর আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। ঢাকার সিদ্দিক বাজার থেকে আরও একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থানের উদ্দেশ্যে রওনা দেয়।তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন। তাৎক্ষণিকভাবে কারো মৃত্যুর তথ্য মেলেনি। একটি ছোট মালবাহী জাহাজ ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ফেরির সহকারী চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ অক্টোবর সতেরটি ট্রাক, একটি প্রাইভেটকার ও আটটি মোটরসাইকেল নিয়ে দৌলতদিয়া ঘাটে ডুবে যায় রোরো ফেরি শাহজালাল।