• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:৪১:৪২ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:৪১:৪২ (21-May-2024)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের ২য় পর্যায়ে নবম ও দশম শ্রেণীর মেধবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ও ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়েছে।১৭ জুলাই  সোমবার সকালে  উপজেলা হলরুমে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এসব ট্যাব বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক হারুন -অর -রশিদ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খশরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমির হোসেন, মুক্তিযোদ্ধা মানছুরুল হক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরিসংখ্যান সহকারী মিজানুর রহমান।অনুষ্ঠানে ১৭ টি মাদ্রাসা ও ২৫ টি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ১৭৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যবলেট (ট্যাব) বিতরণ করা হয়। উপহার হিসেবে এসব ট্যাবলেট (ট্যাব) পেয়ে খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের।