• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:২০:৩৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:২০:৩৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

মোংলায় হরিণের মাংসসহ আটক ৬

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় ঢাকাগামী মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংসসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জন মোংলা। এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।৮ জানুয়ারি বুধবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি বলেও জানান এ কর্মকর্তা।লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংস পাওয়া যায়। এ সময় ছয়জনকে আটক করা হয়। তারা চোরাচালানকারী।তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা নিতে জব্দ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক ব্যক্তিদের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।