বাল্যবিবাহের ঝুঁকি রোধে হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি মাধ্যমে ফুলবাড়ী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ৪দিনের প্রশিক্ষণ শেষ করে ১৫ জন সদস্যদের মাঝে এককালীন ১৭ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।১ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ললিত মোহন রায়, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল আলম, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আনজুয়ারা বেগম, ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সভাপতি সানজিদা আক্তার সাথী, ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সাধারণ সম্পাদক নাছরুল হক নাজমুল, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির ফিল্ড ফ্যাসিলিটেটর আফরোজা হ্যাপী ও রনজিৎ কুমার রায়সহ আরও অনেকে।মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির ফুলবাড়ী ইউনিয়নের ফিল্ড ফ্যাসিলিটেটর আফরোজা হ্যাপী জানান, বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের মাঝে ও নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এককালীন এ টাকা প্রদান করা হয়।