• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে শ্রাবণ ১৪৩২ দুপুর ১২:৫৪:৪২ (10-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৬শে শ্রাবণ ১৪৩২ দুপুর ১২:৫৪:৪২ (10-Aug-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ফুটপাত দখল নিয়ে সংঘর্ষ, হকার নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ফুটপাতের দখলদারিত্ব নিয়ে এক হকারের ঘুষিতে বিমান ওরফে ইমান নামে আরেক হকার নিহত হয়েছে।৭ আগস্ট বৃহস্পতিবার সকালে শহরের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে।নিহত ইমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী ইমান উকিলপাড়া ফুটপাতে মেহেদী ফুল বিক্রি করে। গত কয়েকদিন ধরে আফজাল নামের এক হকার নেতা ইমানের জায়গায় গাউছ নামে আরেক হকারকে বসানোর চেষ্টা করে। সকালে মেহেদী বিক্রি করছিল ইমান। এসময় গাউছ এসে তার মেহেদী ফেলে দেয়। এ নিয়ে তর্কের এক পর্যায়ে গাউছ ইমানকে ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহরের ৩শ’ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক বিনয় বাড়ৈ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।