• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৫৩:৫৭ (13-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মানিকগঞ্জে জলাবদ্ধতা ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও পোড়রা-নওখণ্ডা সংযোগ সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১৩ অক্টোবর সোমবার দুপুরের দিকে মানিকগঞ্জ পৌরসভার পোড়রা-নওখণ্ডা সড়কে স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে এলাকাবাসীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, শহরের সঙ্গে ঢাকা–আরিচা মহাসড়ককে সংযুক্ত করা প্রায় তিন কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কোনো সংস্কারকাজ শুরু হয়নি।মানববন্ধন শেষে দ্রুত সময়ের মধ্যে সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের দাবিতে পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।