• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:১২:০৮ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:১২:০৮ (20-May-2024)
  • - ৩৩° সে:

পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনে পানির তীব্র সংকট, প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি: অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় অন্তত দুই শতাধিক টিউবওয়েল থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। এতে এলাকা জুড়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বালু উত্তোলনের জন্য টিউবয়েল থেকে পানি উত্তোলন বন্ধ ও কৃষি জমি বিলীন হওয়ায় বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।২ মে বৃহস্পতিবার সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়েনর চরবাঙ্গাবাড়ীয়া গ্রামে এ মানববন্ধন করেন স্থানীয়রা।এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খান কর্তৃক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে চর বাঙ্গাবাড়ীয়া এলাকার কয়েক শত পরিবার এবং কয়েকশো বিঘা জমি ও ফলের বাগান বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলাকার টিউবল থেকে পানি উত্তোলন বন্ধ হয়ে গেছে। আমরা বালু উত্তোলন বন্ধের জন্য আকুল আবেদন জানাচ্ছি।মানববন্ধন শেষে বালু উত্তোলন বন্ধের দাবিতে পাবনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।