• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:৪৯:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৫:৪৯:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১০ টাকা কেজিতে সবজি বিক্রি

নীলফামারী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী পবিত্র রমজানে যাতে রোজাদাররা সুলভ মূল্যে জিনিসপত্র কিনতে করতে পারে সেজন্য নীলফামারীর সৈয়দপুরে ১০ টাকা কেজি দরে সবজি বিক্রি কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবক লীগ জেলা, উপজেলা ও পৌর শাখা।২৭ মার্চ বুধবার দুপুরে শহরের ব্যস্ততম পাঁচমাথা মোড় পুলিশ বক্সের সামনে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে সূলভ মূল্যে ওই সবজি বিক্রি কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনের দিনে সূলভ মূল্যে সবজি নিতে প্রচুর মানুষ একত্রিত হন। এ সময় সকলকে সারিবদ্ধ করে মাত্র ১০ টাকা কেজি দরে সবজি বিক্রি শুরু করে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। প্রতিজন ৫০ টাকায় আলু, পেঁয়াজ, করলা, বাঁধাকপি, কাচামরিচসহ মোট পাঁচ প্রকার সবজি নিয়ে বাড়ি ফিরছেন।হাসিমুখে ব্যাগভর্তি সবজি নিয়ে বাড়ি ফিরছিলেন রিকশা চালক তরিকুল ইসলাম। জানাচ্ছিলেন মাত্র ৫০ টাকায় ১০ টাকা কেজি দরে পাঁচ প্রকার সবজি পেয়ে হাসিমুখে বাড়ি ফেরার কথা। তরিকুলের মত মাজেদা বেওয়া, দিন মজুর সিরাজ উদ্দিন, গৃহিনী নাসিমাসহ সবজি নিতে আসা অন্যান্যরা জানান, দ্রব্য মূল্যের বাড়তি যুগে নামমাত্র মূল্যে ৫ প্রকার সবজি পাচ্ছি। এর থেকে খুশি আর কী হতে পারে। ব্যাগভর্তি সবজি নিয়ে যাচ্ছি বাসা। রমজানে যারা এরূপ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাঁদের ভালো করুক বলে দোয়া দিয়ে যান তারা।স্বেচ্ছাসেবীক লীগ জেলা শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠু বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রোজাদাররা যাতে নির্বিঘ্নে সবজিসহ জিনিসপত্র নিতে পারে সেজন্য আমাদের স্বেচ্ছাসেবক লীগের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মেহনতী ও দেশের আপামর জনসাধারণের পাশে সব সময় স্বেচ্ছাসেবক লীগ ছিল আছে ও থাকবে বলে জানান তিনি।সৈয়দপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ বলেন, আজকে চালু হওয়া সূলভ মূল্যে সবজি বিক্রি কর্মসূছি আগামী ৭ দিন চলবে। প্রয়োজন হলে পুরো রমজান মাস পর্যন্ত আমরা এভাবে সাধারণ মানুষকে সুবিধা দিয়ে যাবো বলে জানান তিনি।১০ টাকা কেজি দরে সবজি বিক্রি কাজে স্বেচ্ছাসেবক লীগের মুন্না, এজাজ, ছাত্রলীগের মতিন মন্ডলসহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।