• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা ভাদ্র ১৪৩২ দুপুর ০২:০৬:০২ (19-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ব্যাংক থেকে ১৬ লাখ টাকা চুরি, আসামির স্বীকারোক্তি

খুলনা ব্যুরো: খুলনা রূপসায় কৃষি ব্যাংকে  ১৬ লাখ টাকা চুরির ঘটনায় গ্রেফতারকৃত  ইউনূস শেখ আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আমলি আদালতে বিচারক অন্যনা রায়ের নিকট ১৬৪ ধারায় এই স্বীকারোক্তি দিয়েছে।১৮ আগস্ট মোসবার রাতে খুলনা পুলিশ সুপার টি এম মেশাররফ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংএ তিনি বলেন, গ্রেফতার ইউনুস রূপসা কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতো। সে মোটা অঙ্কের ঋণের টাকার চাপে ছিলেন। ঋণ পরিশোধ করতে তিনি এই কাজ করেছেন।  তিনি বলেন, গেল শুক্রবার রাতে খুলনার রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার ৪৯৬ টাকা চুরি হয়। এ ঘটনা রোববার দিবাগত ভোররাতে তাকে রূপসা কৃষি ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে গ্রেফতার করে হয়। রাতেই ইউনুসের নিকট থেকে চুরির দেড় লাখ টাকা উদ্ধার করে পুলিশ।তিনি আরও বলেন,  ইউনূস পেশায় একজন লেদ মিস্ত্রি। ট্রাকের যন্ত্রপাতি নিয়ে কাজ করতেন তিনি। লোহা কাটার দক্ষতাকে কাজে লাগিয়েই সে ব্যাংকের ভল্ট ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে সক্ষম হন।