• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে আশ্বিন ১৪৩২ রাত ১০:৫৩:১২ (12-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফুলবাড়ীতে মাদকসহ স্বামী-স্ত্রী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।১১ অক্টোবর শনিবার রাতে উপজেলার উত্তর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ। আটকরা হলেন ওই এলাকার খোকন ও তার স্ত্রী মোমেনা বেগম।পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযান চালায়। ওই এলাকার খোকন ও তার স্ত্রী মোমেনা বেগম বসতবাড়িতে গিয়ে তল্লাশি করে ২২ বোতল ভারতীয় মাদকদ্রব্য ইস্কাফ ও মাদক বিক্রির ২১ হাজার ৮৭০ টাকা জব্দসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।