• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ দুপুর ০১:৫৯:১১ (29-Jan-2026)
  • - ৩৩° সে:
রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি: মাহফুজ আলম

রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি: মাহফুজ আলম

গাজীপুর প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  উপদেষ্টা হলেন মো. মাহফুজ আলম বলেন,  রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।১৪ মার্চ শুক্রবার বিকেলে টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে অ্যালামনাই ও শিক্ষক গণের সম্মানে ইফতার মাহফিলের তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, সবার উচিত দল মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। ইসলামিক কিংবা নন ইসলামিক সকল আঙ্গিকের মানুষের জন্য রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা কাজ করবে। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবে।এসময় তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।