• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ১১:০৮:৫২ (24-Jan-2026)
  • - ৩৩° সে:
অভিন্ন হিজরি তারিখ বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

অভিন্ন হিজরি তারিখ বাস্তবায়নের দাবিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক : ​কুরআন, সুন্নাহ, জ্যোতির্বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ওআইসি (OIC) এর অঙ্গসংগঠন ‘ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি’ (IIFA) কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী অভিন্ন হিজরি তারিখ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।২৪ জানুয়ারি শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’ এবং ‘চান্দ্র মাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি’র যৌথ উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।​সেমিনারে বক্তারা বলেন, বিশ্বের যেকোনো প্রান্তে নতুন চাঁদ দেখা গেলে সেই সংবাদ নির্ভরযোগ্য পদ্ধতিতে পৌঁছালে পৃথিবীর সকল প্রান্তের মুসলিমদের একই দিনে সিয়াম ও ঈদসহ বিভিন্ন ইবাদত পালন করা উচিত। কিন্তু বাংলাদেশে বর্তমান নিয়মের কারণে মুসলিম উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে ১/২ দিন পর হিজরি মাস গণনা শুরু হচ্ছে, যা সংশোধন করা জরুরি।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুসলিম উম্মাহ বাংলাদেশের সভাপতি মুফতি সাইয়্যেদ আবদুছ ছালাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুফতি আবদুল্লাহ আল মারুফ মাদানী।​সম্মানিত আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং স্টাডি আ- কুরআন টু আন্ডারস্ট্যান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী মুহাম্মদ রেজাউর রহমান সহ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন।​বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে চাঁদের সঠিক অবস্থান নির্ণয় করা অত্যন্ত সহজ। তাই ধর্মীয় ও বৈজ্ঞানিক যুক্তির ভিত্তিতে সারা বিশ্বে একই তারিখে রোজা এবং ঈদ পালনের মাধ্যমে মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করা সময়ের দাবি। সেমিনারে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে চান্দ্র মাসের সঠিক তারিখ নির্ণয়ের পদ্ধতিগুলো প্রদর্শন করা হয়।