স্টাফ রিপোর্টার: ভোক্তা অধিকার সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইনি ক্ষেত্রে পেশাদার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে।

২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গাবতলীতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং সহকারী জজ রাগীব মোস্তফা নাঈম। বক্তারা তাদের আলোচনায় ভোক্তা অধিকার বাস্তবায়ন, আইনি কাঠামো, ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, এবং পেশাদার আইনজীবীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচকরা বলেন, বর্তমান সমাজে ভোক্তা অধিকার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে আইন শিক্ষার্থীদেরও পেশাদার দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের আইনি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
ইইউবি ভিসি প্রফেসর ড. মো. গোলাম মরতুজা জানায়, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান বৃদ্ধি ও আইনি পেশায় নিজেদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভবিষ্যতেও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এমন আরও উদ্যোগ গ্রহণ করবে বলে জানান আয়োজকরা। এসময় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অনেকে অংশগ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available