• ঢাকা
  • |
  • বুধবার ১লা মাঘ ১৪৩২ সকাল ০৭:৩৪:৩১ (14-Jan-2026)
  • - ৩৩° সে:
উত্তরায় সেনা অভিযানে নগদ টাকাসহ চাঁদাবাজ আটক

উত্তরায় সেনা অভিযানে নগদ টাকাসহ চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উওরা কামারপাড়া বাজার এলাকা হতে ৮ জন চাঁদাবাজকে টাকা উত্তোলনের ভাউচার ও নগদ ১৪,৬৩৮.০০ টাকাসহ আটক করেছে ডিয়াবাড়ি আর্মী ক্যাম্প।তথ্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামারপাড়া বাজার এলাকায় চাঁদাবাজরা চাঁদা তুলে আসছিলো। এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি সোমবার ২০২৬ সকালে উত্তরা কামারপাড়া এলাকায় সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড এর অধীনস্থ দিয়াবাড়ি সেনা ক্যাম্প থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চাঁদাবাজদের টাকাসহ আটক করা হয় এবং পরর্বর্তীতে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।