• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১৬:২৮ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১৬:২৮ (02-May-2024)
  • - ৩৩° সে:

গণমাধ্যমে ভোটের চিত্র তুলে ধরার আহ্বান সিইসির

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমকর্মীদের ভোটের দৃশ্যমানতা এবং স্বচ্ছ্তা তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।৭ জানুয়ারি রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে প্রবেশ করেন সিইসি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।এ সময় তিনি বলেন, ‘আমি এইমাত্র আমার ভোট প্রদান করেছি। আজ ভোটগ্রহণ শুরু হয়েছে, ভালো লাগছে। পাঁচ বছর পরপর এই ভোটটি অনুষ্ঠিত হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায়, সহযোগিতায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। আমি আপনাদের অনুরোধ করবো, ভোটের দৃশ্যমানতা এবং স্বচ্ছ্তা যেন তুলে ধরা হয়। কারণ, ভোট নিয়ে মানুষের মধ্যে যদি কোনও অনাস্থা থাকে, সেটা যেন কেটে যায়।’ভোটার উপস্থিতি কম কেন, এক সাংবাদিকের এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ভোটার উপস্থিতি কম কি বেশি, সে বিষয়ে আমি কিছু জানি না। আমি এসে শুধু আমার ভোটটা এখন দিয়ে গেলাম। যদি কোনও সমস্যা থাকে, সেটা দেখবো।’ভোটে সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এগুলো নিয়ে একদমই চিন্তা-ভাবনা করছি না। আমার কাজটা ভোটের আয়োজন করা। কে ভোট দিতে আসবেন, কে আসবেন না, সহিংসতা কী হবে, কি হবে না... সহিংসতার বিষয়টি দেখার বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।’