আন্তর্জাতিক ডেস্ক: মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে সহযোগিতাকারী এবং বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন।

২৫ জানুয়ারি রোববার ভারতের নয়াদিল্লিতে ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিবিসি হিন্দিতে প্রকাশিত এক প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্যার মার্ক টালি ১৯৬৪ সালে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এ সাংবাদিকতা শুরু করেন। ১৯৬৫ সালে তিনি ভারতের দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ ও প্রচার করেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের শেষ সপ্তাহে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রবেশ করেন। সে সময় পাকিস্তান সরকার বিরলভাবে মাত্র দুজন বিদেশি সাংবাদিককে সেখানে প্রবেশের অনুমতি দিয়েছিল, যার একজন ছিলেন মার্ক টালি। ওই সফরে তিনি ঢাকা থেকে সড়কপথে রাজশাহী পর্যন্ত ভ্রমণ করে মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন।
মুক্তিযুদ্ধে সহযোগিতা ও বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।
বিবিসি থেকে অবসর গ্রহণের পরও তিনি সাংবাদিকতা থেকে সরে যাননি। পরবর্তী সময়ে তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যান।
তার মৃত্যুতে আন্তর্জাতিক সাংবাদিকতা অঙ্গনে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available