• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই কার্তিক ১৪৩২ রাত ০৯:৫৭:৫৯ (21-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

তিস্তা ব্যারেজ এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলনের সরঞ্জাম জব্দ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ সংলগ্ন নদী এলাকায় অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন।২০ অক্টোবর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে ছোট-বড় ৯টি নৌকা ও ৫টি বোমা মেশিন জব্দ করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা ও সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার। এ সময় গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা জানান, জব্দ নৌকা ও বোমা মেশিন ধ্বংস না করে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হবে। এসব নৌকা বন্যা কালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহৃত হবে।তিনি আরও বলেন, ‘বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের ঝুঁকি তৈরি হয় এবং ব্যারেজও ক্ষতির মুখে পড়ে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।’অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও জব্দ করা নৌকাগুলোর মধ্যে বোমা মেশিন ও জালিকা পাওয়া গেছে। যা বালু-পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত হয় বলে নিশ্চিত করেছেন তিনি।