• ঢাকা
  • |
  • শনিবার ১০ই মাঘ ১৪৩২ রাত ০১:১৩:৪৭ (24-Jan-2026)
  • - ৩৩° সে:
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জ জেলার সাত থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শিবালয় থানার ওসি মো. মনির হোসেন।১৫ জানুয়ারি বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সারওয়ার আলম বিপিএম তার হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মাসুদ, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিটের অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।জানা গেছে, দ্রুত সময়ের মধ্যে ডাকাতি মামলা ডিটেকশন এবং লুন্ঠিত মালামালসহ ১২জন ডাকাত আটক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, জেলার ৭টি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় শিবালয় থানার ওসি মো. মনির হোসেন শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি।এ ব্যাপারে ওসি মো. মনির হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে সম্ভব হয়নি, শিবালয় থানার সকল কর্মকর্তাগণসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন করা সম্ভব হয়েছে। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। দায়িত্বভার গ্রহণের পর থেকেই আমার থানাকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।