• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে আষাঢ় ১৪৩২ সকাল ০৯:০১:১৯ (03-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে আষাঢ় ১৪৩২ সকাল ০৯:০১:১৯ (03-Jul-2025)
  • - ৩৩° সে:

ফটিকছড়িতে চেক প্রতারণা মামলায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা গ্রেফতার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি থানায় চেক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের পর থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় এক নেতা। এ নিয়ে থানায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।২৯ জুন রোববার সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ির বিবিরহাট থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফটিকছড়ি পৌরসভা সভাপতি মো. ইব্রাহিম খলিলকে একটি অর্থঋণ মামলায় গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।এ খবরে সংগঠনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন রুবেল ১০-১২ জনের একটি বহর নিয়ে থানায় যান এবং ওসির রুমে ঢুকে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘জামায়াত নেতাকে ধরা যাবে না, বেশি বাড়াবাড়ি করলে দেখে দেব।’ ওসি নুর আহমদ পাল্টা জবাবে বলেন, ‘আমি রাষ্ট্রের দায়িত্ব পালন করছি, ওয়ারেন্ট থাকলে আপনাকেও ধরব।’এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, আমরা আইন অনুযায়ী একজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছি। কেউ আইনের বাইরে গিয়ে হুমকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঘটনার পর বিকেলে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।বিষয়টি জানতে একাধিকবার অভিযুক্ত গিয়াস উদ্দিন রুবেলকে ফোন করেও পাওয়া যায়নি।উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দীন ইমু দাবি অস্বীকার করে বলেন, ‘আমাদের নেতাকে কেন ধরা হয়েছে জানতে জামায়াতের জনশক্তি থানায় গেছে। হুমকির বিষয়টি সত্য নয়।’