• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ ভোর ০৫:১০:১০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ ভোর ০৫:১০:১০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:

রাউজান ফ্রিল্যান্সিং ক্লাবের যাত্রা শুরু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজান পৌরসভার উদ্যোগে দক্ষ জনশক্তি তৈরি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে রাউজান ফ্রিল্যান্সিং ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার দুপুরে পৌরসভার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা।পৌর প্রশাসক মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে পৌরসভার সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন ও উপজেলা সমাজসেবা অফিসার মনির হোসেন।অনিল চন্দ্র ত্রিপুরার (পৌর সচিব) সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন রাউজান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সহকারী শিক্ষক আবক হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানে ফ্রিল্যান্সিং বিষয়ক উপস্থাপনা করেন সাইফুদ্দীন রাব্বী।এছাড়াও উপস্থিত ছিলেন সফল ফ্রিল্যান্সার মোহাম্মদ শাহরুক মেহেরাজ, হাসান মাবুদ জুবায়ের, মোহাম্মদ তসলিম উদ্দীন সাকিবসহ রাউজান সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ।