• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৫৪:৪২ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৫৪:৪২ (20-May-2024)
  • - ৩৩° সে:

সুপারি চুরির সন্দেহে ২ শিশুকে নারকীয় নির্যাতন

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে তৃতীয় শ্রেণির দুই ছাত্রকে সুপারি চুরির সন্দেহে পাশবিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠেছে এক দলিল লেখকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নির্যাতিত শিশুদের একজনের ভাই লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিশ্চিত করেছেন সদর থানার ওসি।১৭ মে শুক্রবার রাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ওকড়াবাড়ির এলাকায় নির্যাতনের এই ঘটনা ঘটে। তারা দুইজনেই ঐ এলাকার প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। ওই শিশুদের বয়স ৮ থেকে ৯ বছর বলে জানা যায়। অভিযুক্ত দলিল লেখক সাগর একই এলাকার মৃত-আইয়ুব আলী ভেন্ডারের ছেলে।স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সুপারি চুরির সন্দেহে ওই দুই শিশুকে সুকৌশলে ডেকে নিয়ে যায় স্থানীয় বখাটে দলিল লেখক সাগর। পরে তাদের হাত পা বেঁধে বেধড়ক কিল-ঘুসি ও লাঠি দিয়ে পেটায়। এতে ওই দুই শিশু অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী শিশু দুটিকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।নির্যাতনের শিকার এক শিশু জানান, ‘আমরা সুপারি চুরি করি নাই। কিন্তু সাগর   চাচা আমাদেরকে কায়দা করে তুলে নিয়ে যায়। আমি তার মাইর সহ্য করতে না পেরে তার পা ধরতে চেয়েছি। অপর শিশু শরিফুল বলেন, ‘আমাদের গলায় ছুরি রেখে আমরা সুপারি চুরি করেছি তা স্বীকার করতে বাধ্য করানো হয়। অথচ আমরা এসব কাজই করিনি।আসিফের মা আছমা বেগম বলেন, ‘এই সাগর মানুষ নয়। পশুর চেয়েও অধম। সাগরের যেন সঠিক বিচার হয় এটাই কামনা আমার। তবে এ বিষয়ে থানায় মামলা হলেও অভিযুক্ত দলিল লেখক সাগরকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।