• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:১৮:৪৮ (22-Aug-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

তাল কুড়িয়ে নেয়ায় ৬ বছরের শিশুকে পুকুরে নিক্ষেপ করল যুবক

২২ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৭:২১

সংবাদ ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তাল কুড়ানোকে কেন্দ্র করে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। ৬ বছরের এক শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের সড়াতলা গ্রামের বাসিন্দা মো. মাজেদ খতগীরের শিশু পুত্র মো. শাহীন (৬) গত ১৯ আগস্ট বিকেল ৫টার দিকে বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে স্থানীয় মো. বাবুলের গাছ থেকে একটি তাল পড়ে যায়। শিশুটি বিষয়টি না বুঝে তালটি হাতে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলে হঠাৎ বাবুল ঘর থেকে বের হয়ে এসে শিশুটির ঘাড় ধরে চড়-থাপ্পড় দিয়ে তালটি ছিনিয়ে নেয়।

পরবর্তীতে বাবুল শিশুটিকে টেনে-হিঁচড়ে মাওলানা রেজাউল করিম কাওছারির পুকুরপাড়ে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেয়। মুহূর্তেই স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় শাহীন।

শিশুকে উদ্ধারের পর বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার বাবুলকে প্রশ্ন করলে সে উল্টো ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।

অভিযুক্ত বাবুলের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার এসআই ছাত্তার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
এবার বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান
২২ আগস্ট ২০২৫ দুপুর ০২:১৮:২৫