শিশু ছাত্রীকে যৌন নিপীড়ন, বিচার দাবিতে মানববন্ধন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় দ্বিতীয় শ্রেণিতে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার আসামী আদর্শগ্রাম নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাৎ হোসেনের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন,ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করে করেছে এলাকাবাসী।১ আগস্ট শুক্রবার সকালে রাজাপুর-উত্তরপুর সড়কের গুচ্ছগ্রাম এলাকার ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন মারিয়া, মিতু, আউয়াল, শামসুনাহার, খালেদা ও আমির তালুকদার প্রমুখ।বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাৎ তার মাদ্রাসার শিশুদের যৌন হয়রানি করে আসছে। গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসায় কোচিংয়ে পড়তে গেলে শিক্ষক শাহাদাৎ হোসেন দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে তার কক্ষে যৌন নিপীড়ন চালায়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে বুধবার রাজাপুর মামলা করলেও পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করেনি। তাই দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করে বিচারের দাবি করেন বক্তারা। মানববন্ধন শেষে এলাকাবাসী হাতে ঝাড়ু নিয়ে ভিক্ষোব মিছিল করে।এ ব্যাপারে রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।