• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ ভোর ০৫:৩৮:২২ (25-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ ভোর ০৫:৩৮:২২ (25-Jan-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জের পার্কে মিলল নিখোঁজ মাদ্রাসা শিশু শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: তিন দিন আগে নিখোঁজ হওয়া মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক থেকে তাদের উদ্ধার করা হয়। শুক্রবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো. আবদুল্লাহ (১২) এবং একই গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলির ছেলে মো. আরাফাত (১২)। উদ্ধার শিশুরা পৌর এলাকার বিদিরপুর দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, তিন দিন থেকে বিদিরপুর দারুল উলুম কওমি মাদরাসার তিন শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ, আরাফাত ও শাহীন আলী নিখোঁজ হয়। পরে তাদের পরিবার নানা জায়গায় খোঁজ করে কোন সন্ধান না পেলে থানায় দুটি জিডি করেন।ওসি আরও জানান, দায়ের করা জিডির তথ্যের ভিত্তিতে নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ। এরপর সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক থেকে বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে শুক্রবার পরিবারের জিম্মায় দেয়া হয়। তবে তিন দিন তারা কোথায় ছিল কিংবা কেউ তাদের ভুল বুঝিয়ে কোথাও নিয়ে গিয়েছিল কি না তা জানা সম্ভব হয়নি।উল্লেখ্য, ৮ ডিসেম্বর রোববার বাড়ি থেকে মাদ্রাসা যাবার উদ্দেশ্যে বের হয় তিন শিক্ষার্থী। সেদিনই শাহীন আলী বাকি দুই শিক্ষার্থীকে সাথে নিয়ে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডাইংপাড়ায় তার নানার বাড়ি যায়। সেখানে রাতে থাকার পর সোমবার মাদ্রাসায় যাবার কথা বলে নানার বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।