• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:২৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:২৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

গাজীপুরে তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের আড়িখোলা রেলওয়ে স্টেশন এলাকায় তীব্র গরমে রেললাইন বেঁকে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে মেরামত কাজ শুরু করেছেন।৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে আপ লাইনের একটা অংশ বেঁকে যায়। বিষয়টি জানার পর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাদামাটি দিয়ে বেঁকে যাওয়া অংশের পাত কিছুটা ঠান্ডা করে এবং মেরামত করে।এরপর ওই জায়গায় প্রাথমিক সংস্কার কাজ করার পর দুটি ট্রেন গন্তব্যে গেছে এবং ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান রেলের কর্মকর্তারা।বিষয়টি নিশ্চিত করে পূবাইল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, চলমান দাবদাহে অতিরিক্ত গরমে পূবাইল আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে।