• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩২ রাত ০২:৩৬:৪১ (16-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বকশীগঞ্জে যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।১২ আগস্ট মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।র‌্যালি শেষে প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং যুব দিবস উপলক্ষে শপথ বাক্য পাঠ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, যুব উদ্যোক্তা শামীমা বেগম।আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ২ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে ৩ লাখ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।