গোমতী বাঁচাও, কুমিল্লা বাঁচাও স্লোগানে কুমিল্লায় ম্যারাথন দৌড়
কুমিল্লা প্রতিনিধি : “গোমতী বাঁচাও, কুমিল্লা বাঁচাও” এই স্লোগানে কুমিল্লায় নেক্সজেরা ফাউন্ডেশনের আয়োজনে ১৫ কিলোমিটার ও ৭.৫ কিলোমিটার ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে কুমিল্লা সদরের চাঁনপুর গোমতী নদীর পাড় ম্যারাথন দৌড় শুরু হয়ে একই জায়গায় এসে শেষ হয়।ম্যারাথন দৌড় শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং সোসাইটি চেয়ারম্যান এমদাদুল হক মামুন, রোটা. আবদুল্লাহীল বাকীসহ আরও অনেকে।অন্যান্য অথিতি ১৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে পুরুষ পলাশ শেখ ১ম, ২য় মেহেদী হাসান, ৩য় মো. সিয়াম শেখ, মহিলা মেহজাবিন মোস্তফা ১ম, সুইটি কবির ২য়, মায়াচিঙ্গ মারমা ৩য় এবং ৭.৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে পুরুষ মো. জাকির হোসেন ১ম, ২য় মোহাম্মদ সুজন, ৩য় মো. রহিম উদ্দিন, আফরিদ জাহান মিম ১ম, রুনা আক্তার ২য়, আফিফা নওরিন সামিহা ৩য় স্থান অর্জন করেন। প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে ১৫শ’ দৌড়বিদ অংশ নেন।নেক্সজেরা ফাউন্ডেশনের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রকি বলেন, নেক্সজারা ফাউন্ডেশন সমাজ সচেতনতা, শিক্ষা ও বেকার যুবকদের নিয়ে কাজ করে। গোমতী নদীতে মাটি খেকোদের অবৈধ মাটি কাটার কারণে গোমতী এখন কুমিল্লার দুঃখ। গোমতী রক্ষায় সচেতনতা তৈরির লক্ষে “গোমতী বাঁচাও, কুমিল্লা বাঁচাও” এই স্লোগানে এই আয়োজন।