• ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০২:০৬:৩৫ (19-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০২:০৬:৩৫ (19-May-2024)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাকে মারপিট

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করলে ছাত্রীর মাকে পিটিয়ে আহত করা হয়েছে। উত্যক্তকারী অভিযুক্ত ওই যুবকের নাম রিফাত হোসেন (২১)।২৩ এপ্রিল মঙ্গলবার এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদি হয়ে রিফাত ও রিফাতের বড় ভাই হাসান (২৫), একই গ্রামের রাজামিয়ার ছেলে ফরিদ  (৩৭) ও নুরুল হকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এর আগে ১৭ এপ্রিল বুধবার গেল সপ্তাহে উপজেলার হেসাখাল ইউপির উরুকচাইল রাজামিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।অভিযোগ সুত্রে জানা যায়, উরুকচাউল গ্রামের নুরুল হকের ছেলে রিফাত ওই স্কুলছাত্রীকে দীর্ঘ দিন যাবৎ ইভটিজিং ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি ছাত্রীর মা জানতে পেরে প্রতিবাদ করায় ওইদিন বিকালে রিফার ও তার সঙ্গীরা স্কুলছাত্রীর বাড়িতে এসে তাদের উপর হামলা, বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর এবং  স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছাত্রীর মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।অভিযোগের বিষয়ে জানতে রিফাতের বাড়িতে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।এ বিষয়ে নাঙ্গলকোট থানার এসআই ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানি তিনি।