• ঢাকা
  • |
  • রবিবার ৯ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:২০:১১ (24-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ফরিদপুরে দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান

ফরিদপুর প্রতিনিধি: ২৫ জুলাই ২০২৫ ফরিদপুর হাজার বিঘা প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ড ( SWF) এর সহায়তায় ২০২৫ সালে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে ক্রেস ও শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অধ্যাপক মো. আলতাফ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যের ফেরিওয়ালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, প্রথম আলোর রিপোর্ট পান্না বালা, এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধি সাদ্দাম হোসেন সোহান।এছাড়াও উপস্থিত ছিলেন স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ড ( SWF)এর সকল সেচ্ছাসেবী।অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ বৃত্তির অর্থ সন্তানদের শিক্ষাখাতে ব্যয়ের পরামর্শ দেওয়াসহ এক্ষেত্রে সরকারের বহুমুখী উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন। বর্তমান প্রতিযোগিতামূলক শ্রম বাজারে নিজেদেরকে টিকিয়ে রাখতে সাধারণ শিক্ষার পাশাপাশি বিভিন্ন কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া এবং শুধু চাকুরি বা সার্টিফিকেটের আশায় লেখাপড়া না শিখে আদর্শ মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠার আহ্বান জানান।এছাড়া দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের তাদের সন্তানদের লেখাপড়ায় আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আর্থিক সহায়তা প্রদানে স্টুডেন্ট'স ওয়েলফেয়ার ফান্ড ( SWF)কে  বিশেষ ধন্যবাদ জানান।