• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৩:৪১ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৩:৪১ (20-May-2024)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে শিক্ষার্থীদের মহা-মিলনমেলা ও সম্মাননা প্রদান

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা: দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী মিলনমেলা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১৩ এপ্রিল শনিবার বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে ১৮ হাজার শিক্ষার্থীর সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান)।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। পুসানের সভাপতি মো. জিহাদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক (সচিব) মো. সাইদুর রহমান সম্মানিত অতিথির বক্তব্য রাখেন।তৃণা মির্জার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নীলফামারির পুলিশ সুপার আমিরুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কপোর্রেশনের জোনাল এক্সিকিউটিভ অফিসার (উপ-সচিব) মোতাকাব্বির আহমেদ রাজু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব হাবিবুর রহমান প্রমুখ।অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার। ৪১ এবং ৪৩তম বিবিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নাটোরের ২২ জন মেধাবীকে সংবর্ধনা প্রদান এবং ৯৭টি পাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হওয়া ২০০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারা দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘পুসান’ দীর্ঘ আট বছর ধরে মেধাবীদের সংগঠিত করে আসছে।বর্তমানে সংগঠনটি ২৬ জন দরিদ্র শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে মেধা বৃত্তি প্রদানসহ নানা সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে।