ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ অপপ্রচার: মাহদী আমীন
নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে বিএনপির কোনো চুক্তির বিষয়ে যে বক্তব্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ অপপ্রচার বলে দাবি করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন।২৪ জানুয়ারি শনিবার গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মাহদী আমীন বলেন, একটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ তুলে একটি গণমাধ্যমের বরাতে বক্তব্য দিয়েছেন। তবে তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং ভবিষ্যতেও পারবেন না। কারণ, এ ধরনের দাবির ন্যূনতম কোনো বাস্তবতা বা সত্যতা নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘তাহলে কি আমরা বলতে পারি, বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল?’তিনি জানান, নির্বাচন আইন, বিধিমালা ও নির্দেশিকা সম্পর্কে তথ্য প্রদান, ভোটারদের অভিযোগ গ্রহণ, পর্যবেক্ষণ সংগ্রহ এবং গঠনমূলক মতামত জানার উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে একটি ইলেকশন হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বরটি হলো ১৬৫৪৩।এছাড়া ভোটারদের আরও সহজ যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ হটলাইন নম্বর ০১৮০৬৯৭৭৫৭৭ চালু করা হয়েছে বলেও জানান তিনি।মাহদী আমীন বলেন, ইতোমধ্যে হটলাইনের মাধ্যমে অসংখ্য মানুষ যোগাযোগ করেছেন এবং অনেকেই বিভিন্ন বিষয়ে সমাধান পেয়েছেন।হটলাইন থেকে পাওয়া একটি ঘটনার উদাহরণ তুলে ধরে তিনি জানান, একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নাম করে বিভিন্ন এলাকায় মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। বিষয়টি জানার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হবে।