চট্টগ্রাম শহরে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে মাসমিডিয়া ক্যাম্পেইন উদ্বোধন
                                                             সংবাদ বিজ্ঞপ্তি : নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো চট্টগ্রাম শহরে যানবাহনের গতিসীমা বিষয়ক মাসমিডিয়া ক্যাম্পেইনের উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে চসিক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইন শুরু হয়। জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘সেফ ড্রাইভ, সেভ লাইভস’ বা ‘নিরাপদে গাড়ি চালান, জীবন বাঁচান’ স্লোগানকে সামনে নিয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করেন। একইসঙ্গে তিনি গতিসীমা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে ‘মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪’ সম্পর্কিত দুইটি ভিন্ন পোস্টারও উন্মোচন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নিরাপদে গাড়ি চালানোর অন্যতম শর্ত হলো গতিসীমা মেনে চলা, যা জীবন বাঁচায়। এই লক্ষ্যে চসিক সড়ক নিরাপত্তায় ভাইটাল স্ট্রাটেজিসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করছে এবং জীবন বাঁচানোর এই কাজকে চসিক অগ্রাধিকার ভিত্তিতে অব্যাহত রাখবে।তিনি উল্লেখ করেন, বর্তমানে সড়কে অনিয়ন্ত্রিত গতিতে চলা ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোড ক্র্যাশের ঝুঁকি বাড়ছে। নিরাপদ সড়ক নিশ্চিতে এসব ঝুঁকিপূর্ণ যান নিয়ন্ত্রণে কাজ চলছে।চসিক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) যৌথভাবে প্রকাশিত রিপোর্টের তথ্য উল্লেখ করে মেয়র জানান, ২০২১ থেকে ২০২৩ সময়কালে চট্টগ্রাম নগরীতে ৩৬২টি রোড ক্র্যাশে ২৯৩ জন প্রাণ হারিয়েছেন এবং ১১ শতাধিক মানুষ আহত হয়েছেন। ২০২৪ সালের ডেটা বিশ্লেষণ করে শীঘ্রই নতুন রিপোর্ট প্রকাশ করা হবে, যা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে কাজে লাগানো হবে।