• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ রাত ০৯:২৪:০৭ (31-Jan-2026)
  • - ৩৩° সে:
মালদ্বীপে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তর্জাতিক শ্রদ্ধা

মালদ্বীপে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তর্জাতিক শ্রদ্ধা

মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে এক আন্তর্জাতিক স্মরণসভা ও প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ সরকারের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক, সাংবাদিক এবং প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ সরকারের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।স্মরণসভায় প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করেন মালদ্বীপ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মরিয়ম জুলফা, পাকিস্তানের হাইকমিশনার ভাইস অ্যাডমিরাল (অব.) ফয়সল রসুল লোধি, যুক্তরাজ্যের হাই কমিশনার নিক লো, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হাও ঝাং এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ড. মাহমুদ শৌগি।মিশনের (শ্রম) কাউন্সেলর মো. সোহেল পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মামুন আহমেদ, মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি এবং বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান এবং তাঁর গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরেন।প্রধান অতিথির বক্তব্যে ড. আলী হায়দার আহমেদ বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “বাংলাদেশের জনগণের পাশাপাশি মালদ্বীপের জনগণও প্রয়াত বেগম খালেদা জিয়ার মহত্ত্বকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে একটি প্রবন্ধ উপস্থাপন এবং তাঁর জীবন ও রাজনৈতিক সংগ্রামভিত্তিক একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ‘ইন মেমোরিয়াম: বেগম খালেদা জিয়া- মালদ্বীপে কূটনৈতিক মহল ও বাংলাদেশি প্রবাসীদের শোকবার্তা’ শীর্ষক তথ্যচিত্রটি অতিথিদের আবেগাপ্লুত করে তোলে।