লৌহজংয়ে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা
নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের লৌহজংয়ে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৯ জানুয়ারি শুক্রবার উপজেলার মিনার মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে মেদিনীমন্ডল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল জলিল জুয়েল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লাহ্।বক্তারা বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথে সর্বদা চলতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য নিজের জীবন বাজি রেখে সর্বদা রাজপথে ছিলেন। কখনো অন্যায়ের সাথে আপস করেননি। আল্লাহ বেগম খালেদা জিয়াকে বেহেশত নসিব করুন।