• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:১১:৫০ (04-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাজধানীর উত্তরায় মব সৃষ্টিকারী মূল হোতা আকাশসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় ৩ অক্টোবর শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত চাঁদাবাজ ও কিশোর গ্যাং এর মূলহোতা আসাদুর রহমান আকাশ (২৪) এবং তার সহযোগী মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিনকে (২৫) গ্রেফতার করা হয়।গ্রেফতার সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কার্যক্রমের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।