• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৪৭:০৭ (20-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৪৭:০৭ (20-Mar-2025)
  • - ৩৩° সে:

বকশিগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ইয়াবা সেবনের দুটি ভিডিও ভাইরাল হয়েছে। এগুলো ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়ে শুরু হয় সমালোচনা।তানজিল টুটুল নামে ওই নেতা বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়র স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও মধ্য পলাশতলা গ্রামের ফজলুল হকের সন্তান।১৮ সেকেন্ড ও ৪ সেকেন্ডের দুইটি ভিডিওতে দেখা যায়- একটি ঘরে বিছানার উপর লুঙ্গি ও সেন্ডো গেঞ্জি পড়ে ইয়াবা সেবন করছে টুটুল। আর ভিডিও’র পেছনে একটি সূরার শব্দও শোনা যায়।ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো বকশীগঞ্জ জুড়ে চলছে সমালোচনার ঝড়। সকলে করছেন নেতিবাচক মন্তব্য। এছাড়াও তার বহিষ্কারের দাবি জানিয়েছে অনেকে।ইয়াবা সেবন ও ভিডিও’র বিষয়ে তানজিল টুটুল মোবাইল ফোনে বলেন, ‘আমি বিগত সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমি বিএনপির দুঃসময়ে সামনের কাতারে ছিলাম। মামলার আসামি ছিলাম, জেল খেটেছি। এটা সত্যিকারের অর্থে আমি না। আমি দুইটা ভিডিও দেখেছি। ভিডিওগুলো এক সাইড থেকে নেয়া। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। আমি কোনো নেশার সাথে জড়িত ছিলাম না। আমি নেশামুক্ত দেশ, জাতি ও বকশীগঞ্জ চাই।’বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন বলেন, ‘ভিডিওগুলো দেখার সাথে সাথে আমরা টুটুলকে জিজ্ঞেস করেছিলাম। প্রথমে অস্বীকার করলেও পরে জানায় যে ভিডিওগুলো ১০ বছর আগের। কয়েক দিন পরে আমাদের বকশীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। কাউন্সিল শেষ হলেই আমরা প্রয়োজনীয় দলীয় ব্যবস্থা গ্রহণ করবো।