• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ১২:০০:০৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ১২:০০:০৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

অবশেষে তেঁতুলিয়ায় স্বামীকে খুঁজে পেলেন ভারতীয় তরুণী রিয়া বালা

পঞ্চগড় প্রতিনিধি: ভারতীয় তরুণী রিয়া বালা প্রেমের টানে বাংলাদেশের পঞ্চগড়ে ছুটে এসেছেন প্রেমিক বিটু রায়ের কাছে। এদেশে এসে কোর্টে রেজিস্ট্রি করে প্রেমিক বিটু রায়ের সাথে আবদ্ধ হয়েছেন বিয়ের বন্ধনে। স্বামীকে নিয়ে বাংলাদেশেই করতে চান সুখের সংসার।এদিকে পুত্রবধূকে বরণ করে নিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন বিটু রায়ের বাবা অখিল চন্দ্র রায়। অপরদিকে নববধূ ভারতীয় তরুণীকে দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি এলাকার তরুণ বিটু রায় (২৪)। ফেসবুকের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অম্বিকা কালনা এলাকার শ্যামল কান্তির মেয়ে রিয়া বালার সাথে।চলতি বছরের অক্টোবর মাসে দুর্গাপূজার সময় বিটু রায় ভারতে গিয়ে দেখা করেন প্রেমিকার সাথে। পরে ভারতের  জলপাইগুড়ির রাজগঞ্জে বিটুর পিসির বাড়িতে প্রেমিকা রিয়া বালাকে বিয়ে করেন তিনি। একমাস সেখানে ভাড়া বাড়িতে বসবাস করেন দুজনে। এরপর হঠাৎ করেই প্রেমিকা রিয়া বালাকে রেখে বাংলাদেশে চলে আসেন প্রেমিক বিটু রায়।এরপর স্বামীকে খুঁজে পেতে গত ২৯ নভেম্বর বাংলাদেশের তেতুলিয়ায় আসেন ভারতীয় কন্যা রিয়া বালা। ৪ দিন স্বামীর বাড়িতে অবস্থান করেও স্বামীর দেখা পাননি তিনি। বিটুর পরিবারের সদস্যরাও মেনে নিতে রাজি হননি ভারতীয় রিয়া বালাকে। সে সময় স্বামীকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে রিয়া ভারতে চলে যান ২ ডিসেম্বর।এর পর ৭ ডিসেম্বর বৃহস্পতিবার স্বামীর খোঁজে আবারও বাংলাদেশে আসেন রিয়া। দীর্ঘক্ষণ বাংলাবান্ধা ইমিগ্রেশনে অবস্থান করার পর প্রশাসনের হস্তক্ষেপে স্বামীর বাড়ির লোকজন এসে তাকে বাড়িতে নিয়ে যায়।ওই দিন দুপুরে পঞ্চগড় আদালতে রেজিস্ট্রির মাধ্যমে আবারও রিয়া বালা ও বিটু রায়ের বিয়ে দেয়া হয়।আদালতে বিয়ের পর বিটু রায় বলেন, আমার পরিবার এ বিয়ে মেনে নিয়েছেন। এদিকে স্বামীকে খুঁজে পেয়ে আনন্দিত রিয়া বালা জানান, তিনি থাকতে চান বাংলাদেশে স্বামীর বাড়িতেই।বিটু রায়ের বাবা অখিল চন্দ্র রায় ছেলের বউকে মেনে নিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।এদিকে তেঁতুলিয়া উপজেলা দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সলেমান আলী বলেন, রিয়া বালা নামের এই ভারতীয় মেয়েটি বাংলাদেশের ইমিগ্রেশনে আসে বিয়ের দাবিতে। আমরা জিজ্ঞাসা করলে সে জানায়, ‘আমি সেচ্ছায় বাংলাদেশে এসেছি এবং ভালবাসার টানে এসছি। বিটু রায়ের সাথে আমার বিয়ে হয়েছে।’