• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৫:৪৩ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৫:৪৩ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

বেনাপোল বন্দরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

যশোর প্রতিনিধি: বেনাপোল বন্দরে মাছের ট্রাকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিসের চালান জব্দ করা হয়েছে। ৯ মার্চ শনিবার রাতে আমদানি মাছের ট্রাক থেকে এ শাড়ি ও থ্রি-পিসের চালানটি জব্দ করে কাস্টমস সদস্যরা।জানা যায়, এই চালানটির আমদানিকারক লাকি এন্টারপ্রাইজ। কাস্টমস থেকে এ চালানটি খালাসের চেষ্টা করছিলেন সোনালী সিঅ্যান্ডএফ এজেন্সী লিমিটেডের শান্ত। এর আগেও একাধিবার এধরনের পণ্যের চালান আটক করেছে কাস্টমসের সদস্যরা।স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ভারত থেকে আসা মাছবাহী এক ট্রাক তল্লাশী করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করেছে কাস্টমস সদস্যরা।সাধারণ ব্যবসায়ীরা বলেন, কিছু অসৎ ব্যবসায়িদের কারণে মাছের ট্রাকে গার্মেন্টস পণ্যে চোরাচালানের ঘটনায় আমাদের মতো সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছে।মাছ বহনকারী ভারতীয় ট্রাকচালক আলমগীর বলেন, আমার মাছের ট্রাক থেকে কাস্টমস শাড়ি ও থ্রি-পিসের চালান উদ্ধার করেছে। তবে কারা এসব উঠিয়েছে, আমি জানি না।বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল বলেন, বন্দরে চোরাচালান প্রতিরোধে স্থাপিত স্ক্যানিং মেশিনটি দীর্ঘ দিন ধরে নষ্ট থাকায় নিরাপদ বাণিজ্য ঝুঁকিতে পড়ছে। এই সুযোগে আমদানি পণ্যের সাথে চোরাচালানও বেড়েছে।বেনাপোল স্থলবন্দর পরিচালক রেজাউল করিম বলেন, স্ক্যানিং মেশিনগুলো চালু করতে কাস্টমস কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম বলেন, চোরাচালান প্রতিরোধে স্ক্যানিং মেশিনগুলো চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।