জগন্নাথপুরে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ১
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ গোলাম রব্বানী (৫০) নামক এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।২৮ এপ্রিল সোমবার গ্রেফতার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত. নাইব আলীর পুত্র গোলাম রব্বানীকে (৫০) গ্রেফতার করে।এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবাসহ গ্রেফতারকৃত গোলাম রব্বানীকে সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক ইমতিয়াজ ভূঞা।